Branch :
tittle-image

25 Nov

''চট্টগ্রামের সর্বপ্রথম Deep Resolve Technology সম্বলিত এম আর আই মেশিন উদ্ভোধন এপিক হেলথ কেয়ারে''

''চট্টগ্রামের সর্বপ্রথম Deep Resolve Technology সম্বলিত এম আর আই মেশিন উদ্ভোধন এপিক হেলথ কেয়ারে''

স্বাস্থ্য সেবায় এপিক হেলথ কেয়ার সবসময় একধাপ এগিয়ে, এটি বন্দরনগরীর সর্বপ্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত ল্যাব গাইডলাইন আইএসও ১৫১৮৯ এ্যাক্রেডিটেশন প্রাপ্ত ল্যাব। এপিকে গতকাল নতুন সংযুক্ত হয়েছে জার্মানি সিমেন্সের ৩ টেসলা এম আর আই।

মেশিনটির বিশেষত্ব বাংলাদেশের সর্বপ্রথম Deep Resolve Technology সম্মলিত জার্মানির 3Tesla MRI, কৃত্তিম বুদ্ধিমত্তা সম্বলিত, এর বায়োমেট্রিক্স প্রযুক্তি শিশু থেকে বৃদ্ধ রোগীর নড়াচড়াতেও সঠিক ডাটা এবং ছবি নিতে পারে যা চিকিৎসকদের জন্য রোগ নির্ণয়ে আরও সহায়ক এবং সময় সাশ্রয় করবে।

চট্টগ্রামের প্রখ্যাত নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ প্রদীপ কুমার কায়স্তগীর বলেন, ‘’নতুন মেশিনের সুবিধাগুলো চমৎকার, আশা করছি এটা রোগিদের সেবা প্রদান অধিকতর সহজ করবে’’।

এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিঃ এস এম লোকমান কবির বলেন,’’আমাদের লক্ষ্য হচ্ছে রোগীদের স্বাস্থ্য সেবা প্রদানে সর্বোত্তম প্রযুক্তি তথা সেবা নিশ্চিত করা, এটা আমাদের দায়বদ্ধতা।‘’

বাংলাদেশের চিকিৎসা খাতের উন্নয়নে এপিক হেলথ কেয়ারের নিত্য নতুন প্রযুক্তি সংযোজনের পদক্ষেপ একটি চলমান প্রক্রিয়া । এই উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জহুরুল হক ভুইয়া ও অন্যান্য উর্ধতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Recent News