Branch :
tittle-image

16 Oct

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সেমিনার ও স্ক্রিনিং প্রোগ্রাম করেছে বন্দরনগরীর একমাত্র....

"এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানে স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার এপিকের"
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সেমিনার ও স্ক্রিনিং প্রোগ্রাম করেছে বন্দরনগরীর একমাত্র আইএসও ১৫১৮৯ অ্যাক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ার। অদ্য ১৬ অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয়টির চট্টেশ্বরি ক্যাম্পাসে পাবলিক হেলথ ক্লাবের সাথে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এপিক হেলথ কেয়ারের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা আলম বলেন ''বাংলাদেশে প্রতি বছর এই রোগে অনেক নারী মারা যান তবে সচেতনতা এই রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে পারে"
পাবলিক হেলথ বিভাগের শিক্ষক ড. মহিউদ্দিন আহসানুল কবির বলেন " আমাদের দায়িত্ব সচেতনতা ছড়িয়ে দেয়া সবার কাছে তবেই এই আয়োজন সফল হবে"।
উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ড. তুহিন বিশ্বাস, এপিকের কর্পোরেট বিজনেস ও ব্র্যান্ড বিভাগের ম্যানেজার জহির রায়হান ও বিকন ফার্মার অনকোলজি বিভাগের রিজিওনাল সেলস ম্যানেজার জুবাইর হোসাইন, পাবলিক হেলথ ক্লাবের হুমাইরা তাবাসসুম(প্রেসিডেন্ট), সালওয়া সাইরা(সেক্রেটারি), ফারহানা আফরিন, অদৃতা দাস, অনুভা আহমেদ,হামেদা আহমেদি প্রমুখ।

Recent News