Branch :
tittle-image

20 Jun

‘’ইন্সটিটিউব অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম সেন্টার এপিক হেলথ কেয়ারে বিশেষ ছাড় পাবেন’’

ইন্সটিটিউব অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম সেন্টারের সকল সদস্যগণ, বিশ্ব স্বাস্থ্য স্বীকৃত ল্যাব গাইডলাইন আইএসও ১৫১৮৯:২০১২ এক্রিডিটেশন প্রাপ্ত বন্দরনগরীর একমাত্র ল্যাব এপিক হেলথ কেয়ারে বিশেষ সুবিধা পাবে।
আইইবি চট্টগ্রামের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, আইইবি চট্টগ্রাম ও বন্দরনগরীর একমাত্র আইএসও এক্রিডিটেড ল্যাব এপিকের সাথে এক হতে পেরে আমরা আনন্দিত। এ চুক্তি স্বাক্ষরের ফলে প্রকৌশলী ও পরিবারের সদস্যরা হ্রাসকৃত হারে উন্নত মানের সেবা লাভ করবে।
এপিক হেলথ কেয়ারের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিঃ এস এম আবু সুফিয়ান বলেন,‘’আমাদের আছে বিশ্বের সবচেয়ে আধুনিক মেশিন ও আমরা চেষ্টা করি নির্ভুল রিপোর্ট প্রদানের, এই যাত্রায় আইইবিকে পেয়ে আনন্দিত’’
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ) দুপুরে এপিকের বোর্ড রুমে এ সংক্রান্ত একটি চুক্তিতে সই করেন আইইবি চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রকৌশলী এসএম শহীদুল আলম,উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, উপ নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন খালেদ চৌধুরী,সহকারী নির্বাহী কর্মকর্তা সূদীপ কুমার চন্দ, মোঃ শাহীন আলম সরকার ও চুক্তিতে সই করেন এপিক হেলথ কেয়ারের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিঃ এসএম আবু সুফিয়ান,উপস্থিত ছিলেন ডাইরেক্টর অপারেশন এন্ড সিওও ডাঃ এনামুল হক নাদিম, ডিরেক্টর বিজনেস ডেভেলাপমেন্ট জসিম উদ্দিন, এক্সিকিউটিভ ডাইরেক্টর সেলস এন্ড মার্কেটিং টিএম হান্নান, এসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট এন্ড ব্রান্ড জহির রায়হান,সিনিয়র অফিসার,সাইফুল ইসলাম প্রমুখ।

Recent Blogs