NEWS & EVENTS DETAILS
,

‘’এসআইবিএল এর সাথে এপিক হেলথ কেয়ারের সেবা চুক্তি''
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে বন্দরনগরীর একমাত্র আইএসও ১৫১৮৯ এ্যাক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ার,অদ্য ৮ ই আগস্ট ২০২২ কনফারেন্স রুমে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের সৈয়দ মোঃ সোহেল,ইভিপি ও জোনাল হেড,চট্টগ্রাম, মোঃ তৌফিকুল ইসলাম,এসভিপি, জুবায়ের সাদিক,এসভিপি,মোঃ ফরমান,ভিপি, মোঃ মোকতার হোছাইন,ভিপি, মোঃ নুরুন্নবি পাটোয়ারী প্রমুখ।
এপিক হেলথ কেয়ারের পক্ষে,টি এম হান্নান,এক্সিকিউটিভ ডাইরেক্টর (সেলস এন্ড মার্কেটিং), জসিম উদ্দিন, ডাইরেক্টর বিজনেস ডেভলাপমেন্ট, ডাঃ সাইফুদ্দিন খালেদ, ডিজিএম ও ল্যাব ডাইরেক্টর, ফখরুল ইসলাম নোমানী, হেড অব ফাইন্যান্স, জহির রায়হান, এসিস্ট্যান্ট ম্যানেজার, কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে এসআইবিএল সকল কর্মকর্তা কর্মচারী ,গ্রাহক ও তাদের পরিবারবর্গ এপিকের সকল সেবায় কর্পোরেট বিশেষ সুবিধা লাভ করবেন।
#epichealthcare #healthcare #partnership #socialislamibank 

See less