NEWS & EVENTS DETAILS
বিদেশগামীদের করোনা পরীক্ষা এপিক ল্যাব - বাংলানিউজ
,

চট্টগ্রামের এপিক হেলথ কেয়ারে শুরু হয়েছে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা। এ ল্যাবে করোনা পরীক্ষার রিপোর্ট ৪ থেকে সর্বোচ্চ ৬ ঘন্টার মধ্যে দেওয়া যাবে বলে দাবি করেছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচলাইশে এপিক হেলথ কেয়ারের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এপিক হেলথ কেয়ারের চিফ অপারেটিং অফিসার ডা. মো. এনামুল হক।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরের আন্দরকিল্লা শাখায় বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে বিদেশগামী যাত্রীরা করোনা পরীক্ষা করতে পারবেন। সাধারণ সময়ে ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে করোনা রিপোর্ট দেওয়া যাবে। তবে অতি জরুরি হলে ২ ঘণ্টায় রিপোর্ট প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।  

 

এপিক হেলথ কেয়ার আন্তর্জাতিক নীতিমালা বিদ্যমান গাইডলাইন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত আইএসও সনদ থাকায় সব ধরণের ডায়াগনস্টিক রিপোর্ট সবচেয়ে বেশি নির্ভর যোগ্য দাবি করে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এপিক হেলথ কেয়ার চট্টগ্রামের একমাত্র প্রতিষ্ঠান যার আইএসও সনদ রয়েছে। ফলে ব্যবসায়িক প্রতিযোগীয় নয় বরং স্বাস্থ্যসেবার গুনগত মানের বিশ্বমান বলতে যা বুঝায় তার বাস্তবায়ন করতেই ‘এপিক হেলথ কেয়ার’ প্রতিষ্ঠিত।  

 

স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে করোনার সময়ে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল মানুষের পাশা দাঁড়ানো। এরই অংশ হিসেবে করোনা আক্রান্তদের সুবিধার্থে গত বছর করোনা নির্ণয়ের আরটি-পিসিআর পদ্ধতি এবং র্যা পিড টেস্টে শুরু করি। এরই ধারাবাহিকতায় আমরা চলতি মাসের প্রথম সপ্তাহে বিদেশগামী যাত্রীদের করোনা মুক্ত সনদ প্রদানের অনুমোদন প্রাপ্ত হই। যদিও চট্টগ্রামের কিছু প্রতিষ্ঠান আগে থেকেই এই সেবা দিচ্ছেন। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যোগাযোগ কেন্দ্রিক অসুবিধা, যথা সময়ে রিপোর্ট না পাওয়া ইত্যাদি বিষয়ে সেবা গ্রহীতাদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। আশা করি, আমাদের এই সেবা বিদেশগামীদের কষ্ট বহুলাংশে লাঘব করবে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন,  সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম হান্নান, বিজনেস ডেভেলাপমেন্ট বিভাগের পরিচালক মো. জসীম উদ্দীন, ল্যাব ডিরেক্টর ও ডেপুটি জেনারেল ম্যানেজার ডা. সাইফুদ্দীন মো. খালেদ, ম্যানেজার অপারেশন ডা. হামিদ হোসেন আজাদ প্রমুখ।

প্রসঙ্গত, চট্টগ্রামে সরকারি ছাড়াও বেসরকারিভাবে শেভরণ, ইম্পেরিয়াল, মেট্রোপলিটন হাসপাতালে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে।