NEWS & EVENTS DETAILS
''বাইক হস্তান্তর অনুষ্ঠান''
2021-10-05 , 2.00 PM
চট্টগ্রামের একমাত্র আই এস ও এক্রিডিটেড প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ারের সেলস এন্ড মার্কেটিং বিভাগের সিনিয়র অফিসার ও অফিসারদের ৭টি বাইক হস্তান্তর করেছে এপিক হেলথ কেয়ারের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের ডাইরেক্টর অপারেশন এন্ড সিওও ডাঃ এনামুল হক নাদিম, এক্সিকিউটিভ ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং টি এম হান্নান ,ডিরেক্টর বিজনেস ডেভেলাপমেন্ট জসিম উদ্দিন, সিনিয়র ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং সুমন রঞ্জন ভৌমিক ও আমিরুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট বিজনেস এন্ড ব্রান্ড জহির রায়হান।
বাইক প্রাপ্তরা হলেন,
সিনিয়র অফিসার,সেলস এন্ড মার্কেটিং আমিনুল ইসলাম চৌধুরী,আব্দুল্লাহ আল ফয়েজ,মোঃ ইলিয়াস, রিয়ন শীল,, ও
অফিসার,সেলস এন্ড মার্কেটিং
মোহাম্মদ ইকবাল হোসেন, আরিফুল ইসলাম, শামীম হোসেন,
উল্লেখ্য এ পর্যন্ত সর্বমোট ১৫টা বাইক হস্তান্তর করা হয়েছে সেলস এন্ড মার্কেটিং বিভাগে।