NEWS & EVENTS DETAILS
''পরিবারের নবজাতকদের স্বাগতম''
2021-09-13 , 5.00 PM
এপিক হেলথ কেয়ারের কর্মকর্তা কর্মচারীদের পরিবারে আসা সদ্য নবজাতকদের স্বাগতম জানিয়েছে এপিক হেলথ কেয়ার পরিবার।
ডাইরেক্টর অপারেশন এন্ড সিওও ডাঃ এনামুল হক নাদিম বলেন,
''অত্যান্ত আনন্দিত নতুন অতিথি পেয়ে,আমাদের দায়িত্ব আরো বেড়েছে এবং তা যেন তা ধরে রাখতে পারি''
নবজাতকদের অভিভাবকগণ হলেন, মঈনুল আবেদীন শুভ, কিউএ অফিসার, ও মোহাম্মদ সুজন হোসেন,সিনিয়র কাস্টমার সার্ভিস এসিস্ট্যান্ট।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ,
জসিম উদ্দিন, ডিরেক্টর বিজনেস ডেভলাপমেন্ট,টিএম হান্নান,এক্সিকিউটিভ ডাইরেক্টর,সেলস এন্ড মার্কেটিং,
ডাঃ সাইফুদ্দিন খালেদ, এজিএম ল্যাব,
আরেক হোসেন,সিনিয়র ম্যানেজার,
বেনজির আহমেদ,ম্যানেজার এডমিন,
গোলাম হায়দার মেহেদী সিনিয়র এসিস্ট্যান্ট মানেজার
হাবিবা হক,সিনিয়র অফিসার এইস আর প্রমুখ।